শনিবার, ১৫ মে, ২০২১

বাস্তব

নানা মতের নানা সমাহার একটি সীমারেখার মধ্যে বিরাজমান অনাদি কাল থেকে যা একটি শিশু মনকে সহজতর ভাবে অনুধাবন করতঃ মানবিকতার স্বর্ণ শিখরে আহরণে পথ্যের ন্যায় শক্তি জোগাতো।
একান্নবত্তি পরিবারের সন্তানদের মেধার বহিঃপ্রকাশ ও বহিঃসংযোগ আমাদের প্রতিনিয়তই বিমোহিত করে, রক্ত কনিকায় শিহরণ লাগে।কেনইবা হবেনা ছোটজন শিক্ষা লাভ করবে বড়জনের নিকট হতে এটি একটি চরম বাস্তব যেটি অস্বীকার করা অভদ্রতার সালিম।
জ্ঞানে গরিমায় সামান্য তফাৎ আমাদের মাঝে উচু - নিচুর প্রভেদ প্রকটভাবে বিভেদের দেয়াল খাড়া হয়ে দাড়িয়ে যাচ্ছে তা থেকে পরিত্রাণের বিন্দু মাত্র লক্ষণ লক্ষণীয় নয় যা পরিতাপের বিবিধ বিষয় হয়ে মরার উপর কড়া ঘা হয়ে দেখা দিচ্ছে যা নিত্যন্তনই চিন্তার খোরাক হয়ে রাতের নিদ্রায় ঢুঁ মারছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমরা রিক্ত হস্তে আসেনি
থেমে যাব ক্লান্ত হয়ে
রক্তিম পথ বার বার ডেকে ফেরে

বাস্তব