শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

অফিসে মূল্যায়ন

ক্ষণিকের প্রশংসায় নিজেকে অনেক কিছু ভাবার দরকার নেই। আপনার কর্ম আপনাকে মূল্যায়ন করবে।বস আপনাকে বা আপনার কর্মকে অবশ্যই মূল্যায়ন করবে যদি তার চাহিদাকে আপনি মূল্যায়ন করেন।কথায় বলে - মানুষ কাজ শিখে জন্মগ্রহণ করে না বরং কাজ শিখতে শিখতে মানুষ হওয়া যায়।
আপনি বা আমি অভিযোগের তীর নিক্ষেপ করতেই পারি এতো কাজ করছি কিন্তু মূল্যায়ন করছে না।ভাবুন একান্ত ভাবেই,চিন্তা করুন অন্যের এবং নিজের মধ্যে পার্থক্য কি? তিনি কি করেন?
এটি একান্তই আমার ভাবনা অন্যদের সাথে নাও মিলতে পারে
পার্থক্য মূলত: বস যা চাই, যে ভাবে চাই সে ভাবেই কাজ করা।
না পারলে যথা সময়ে যথার্থ কারনটি অবশ্যই বলা।
দেখবেন বস খুশি না হলেও অবমূল্যায়ন করবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমরা রিক্ত হস্তে আসেনি
থেমে যাব ক্লান্ত হয়ে
রক্তিম পথ বার বার ডেকে ফেরে

বাস্তব