old man লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
old man লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬

পুরুষের, চল্লিশ মানে শেষ !

পুরুষের, চল্লিশ মানে শেষ !


আমরা পুরুষেরা ভাবতে পারি চল্লিশ হয়েছে আর কত ? না ! বয়স চল্লিশ হওয়ার মানে শেষ নয়। চল্লিশের পরও এক জন পুরুষ পারে নিজেকে আকর্ষণীয় করে রাখতে অন্যের নিকট ।

চল্লিশের পরে সাধরন যে সকল সমস্যা  পুরুষের মাঝে দেখা যায়-

১>মাথার চুল পড়তে শুরু করে।
২>ত্বক কুঁচকে যেতে থাকে।
৩>স্বাভাবিক শক্তি ক্ষয় পেতে থাকে।
৪> যৈাবন শক্তি কমে যায়।
৫>স্মৃতি শক্তি কমতে থাক।

৬>অনিদ্রা আসতে পার।
চল্লিশের পর আমাদের যা করা দরকারঃ

১>নিয়মিত ব্যায়াম করা।প্রতিদিন কম করে হলেও ৩০ মিনিট হাঁটা।
২> স্বাস্থ্যকর খাবার পরিমিত ভাবে গ্র্রহন করা।
৩>দিনে কম পক্ষে ২ লিটার পানি পান করা।

৪>নিয়ম করে ৭-৮ ঘন্টা ঘুমানো।
৫>সূর্যের কড়া রোদ পরিহার করা। সকালে হালকা রোদ স্বাস্থ্যের জন্য উপকার কেননা হালকা রোদ ভিটামিন ডি উপাদনে সাহায্য করে।


৬> ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে নিয়মিত যা আমাদের ত্বক ভালো রাখতে পারে।

৭>পরিবারের সদস্যদের  বেশি বেশি সময় দিতে হবে।

৮> ভাল চিন্তা,ভালো আলোচনায় অংশগ্রহন করা।


৯>নিয়মিত চুল-দাড়ির যত্ন নিতে হবে।

বাস্তব